সোচ্চার থাকা এই অভিনেত্রী রাজনীতিকে ‘অভিশাপ’ হিসেবে উল্লেখ করে দেশ ও সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।
শনিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই হতাশা ব্যক্ত করেন।
পোস্টে শবনম ফারিয়া লেখেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে। ছোটরা অনলাইনে (অপ্রকাশযোগ্য শব্দ) লিখে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!”
সাধারণ মানুষের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’
দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি লেখেন, “এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?”
সবশেষে তিনি লেখেন, “হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”
ফারিয়ার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে অনেকেই নানা প্রতিক্রিয়া জানান। সেখানে এক নেটিজেনের করা কটাক্ষের কড়া জবাবও দেন তিনি।
এক ব্যবহারকারী লেখেন, “এটাই তো চেয়েছিলেন আপনারা, সুন্দর একটা দেশকে পানিতে নামাইয়া এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়।”
এর জবাবে ফারিয়া লেখেন, “আপনাদের বড়দের চুরি-চোট্টামি একটু কম করলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!”
উল্লেখ্য, অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। তার এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্বাআলো/এস