জেলা প্রতিনিধি, পটুয়াখালী: “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পটুয়াখালীতে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের হলরুমে আলোচনা সভায় উপ-পরিচালক আফম আরাফাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শোয়েবসহ অন্যান্যরা।
পরে পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ ও অবদান রাখায় বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গদের পুরস্কার প্রদান করা হয়েছে।
স্বাআলো/এস