শিক্ষা

এইচএসসির স্থগিত ২ পরীক্ষা একই দিনে

ঢাকা অফিস ঢাকা অফিস | July 23, 2025

এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা দুটি একই দিনে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাটি বিকেলে নেওয়া হবে। তবে কোন তারিখে এই পরীক্ষা দুটি নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এই তথ্য জানান।

তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা কবে নেয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে ২২ জুলাইয়ের পরীক্ষাটি সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাটি একই দিন বিকেলে আয়োজন করা হবে।

নিজ থেকে পদত্যাগ করবো না, সরকার চাইলে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা

এর আগে, ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে সরকার। পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে, মধ্যরাতে এই সিদ্ধান্ত জানানোয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এর জেরে মঙ্গলবার দিনভর শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বিকেলে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করার ঘোষণা আসে।

পদত্যাগ প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা

এদিকে, শিক্ষার্থীদের পদত্যাগের দাবির মুখে শিক্ষা সচিবকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, তিনি নিজে থেকে পদত্যাগ করবেন না, তবে সরকার চাইলে চলে যাবেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।”

স্বাআলো/এস

Shadhin Alo