রংপুর ব্যুরো: সারাদেশের মতো রংপুর নগরীসহ জেলার কাউনিয়া ও বদরগঞ্জে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়েছে।
এ সময় নামাজ শেষে বৃষ্টির মাধ্যমে তীব্র তাবদাহ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
রংপুরে নির্ধারিত সময়ে মিলছে না ট্রেন, বাড়ছে যাত্রীদের ভোগান্তি
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কাউনিয়া উপজেলা ঈদগাহ মাঠে ও দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে এবং বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন ধর্মপ্রাণ সব শ্রেণি বয়সের মানুষ। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় মুসল্লিরা অশ্রু সিক্ত নয়নে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করেন।
স্বাআলো/এস