ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় সারাদেশের মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর সারাদেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। জুম্মা নামাজপূর্ব আলোচনায় দলমতের ঊর্ধ্বে উঠে নির্যাতিত ফিলিস্তিনসহ পৃথিবীর সকল নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানোর কথা বলেন খতিব।
ফিলিস্তিনে হত্যাকাণ্ড: শুক্রবার দোয়া, শনিবার রাষ্ট্রীয় শোক
খুতবার পর দুই রাকাত ফরজ নামাজ শেষে মোনাজাতের শুরুতেই তিনি ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন।
মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ আমাদের পাপের কারণে ফিলিস্তিনি ভাইয়েরা আজ মার খাচ্ছেন, আমাদের তুমি ক্ষমা করে দাও। ফিলিস্তিনি ভাইদের সব অভাব চাহিদা তুমি পূরণ করে দাও।
শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বাআলো/এস