মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

লিটন ঘোষ জয়, মাগুরা | May 20, 2025

মাগুরার সাবেক ছাত্রলীগ নেতা মীর মেহেদী হাসান রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাত দেড়টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুবেল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা রয়েছে। গত ৪ আগস্ট ঢাকা রোড এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনায় মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন।

মৃত রাব্বির ভাই ইউনুস আলী গত ১৩ আগস্ট মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে। পরবর্তীতে ফরহাদ হোসেন হত্যার ঘটনায় ২১ আগস্ট আরো একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৬৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মীর মেহেদী হাসান রুবেল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোয় তদন্ত অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস