কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম ভূঁইয়াকে রবিবার (৬ জুলাই) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুর ১২টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার নিজ বাড়ি থেকে মাগুরা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরা এবং ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতার মামলার আসামি হিসেবে বাকি ইমাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাআলো/এস