রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম চতুর্থ বারের মত বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই ) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার সহকারি প্রোগ্রামার হাফিজ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় পদাধিকার বলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা কামরুন্নাহার, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য এটিএম মোস্তফা সরদার, নবনির্বাচিত অভিভাবক সদস্য খায়রুল ইসলাম সোহাগ, জাহিদ হোসেন সরদার, সত্তার বেপারি ও নজরুল ইসলাম সারোয়ার হাওলাদার, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নুপুর খানম, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, দেবদুলাল হালদার ও জোৎসনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনকারী ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রসঙ্গত,এর আগে গত ১৩ জুলাই উৎসবমূখর পরিবেশে চারটি সাধারণ অভিভাবক সদস্য, তিনটি শিক্ষক প্রতিনিধি সদস্য ও একটি সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিকে সাবেক সংসদ সদস্য শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাআলো/এস