জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা করলেন ভারতের প্রেসিডেন্ট

| October 21, 2023

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলোতে উজ্জীবিত আত্মার জন্য প্রার্থনা করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

শুক্রবার (২০ অক্টোবর) এক বার্তায় ভারতের প্রেসিডেন্ট বলেন, আমাকে আপনার সাম্প্রতিক অস্ত্রোপচার সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আমি জেনে খুশি, আপনি অস্ত্রোপচারের পরে ভালোভাবে সেরে উঠছেন।

ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আপনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রচেষ্টায় মহান সাফল্য কামনা করছি।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply