জাতীয়

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি কাল, দোয়া কামনা

| October 17, 2023

আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি হবে। এ জন্য রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। কার্ডিয়াক সার্জন কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অস্ত্রোপচার হবে।

সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) তাদের নিয়ে ওইদিন সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply