জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৫ সালের এক বছর মেয়াদী ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
এতে দৈনিক ইনকিলাবের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাবেক সভাপতি এ্যাডভোকেট জাকির হোসেনকে আহবায়ক এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি অধ্যাপক গোলাম রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়।
৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও সদস্য হিসেবে উক্ত কমিটিতে যারা রয়েছেন, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, ডেইলি স্টারের প্রতিনিধি এ্যাডভোকেট সোহরাব হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এবং মাই টিভি ও আমার সংবাদের জেলা প্রতিনিধি মশিউর রহমান বাবলু।
এদিকে পটুয়াখালী প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব সকল সদস্যদের সহযোগিতা ও ভালবাসা নিয়ে প্রেসক্লাবকে এগিয়ে নিতে চান সামনের দিকে।
এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি কাজল বরণ দাসসহ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস