নড়াইলে সদর উপজেলার নির্বাচন পুনরায় করার দাবিতে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নড়াইল: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচনের ২য় ধাপে নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ না হওয়ার প্রতিবাদে পরাজিত চেয়ারম্যান প্রাথী ঘোড়া প্রতীকের তোফায়েল মাহমুদ তুফানের পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় চেয়ারম্যান প্রাথী তোফায়েল মাহমুদ তুফানের শহরের আলাদাৎপুরে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রাথী তোফায়েল মাহমুদ তুফান লিখিত বক্তব্যে জানান, নির্বাচনের দিন তার নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ জোর করে তার এজেন্টদের বের করে দেয়া হয়, ভোটারদের আসতে বাধা দেয়া হয় এবং কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমান জাল ভোট প্রদান করা হয়েছে। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সে কারনে চন্ডিবরপুর ইউনিয়নের সকল কেন্দ্র আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর স্কুল ও দত্তপাড়া স্কুল কেন্দ্র এবং মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা স্কুল কেন্দ্রের ভোট যাচাইসহ পুনরায় গণনা করা আবশ্যক।

নড়াইল সদরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আজিজুর

আপনারা জানেন, যেখানে নড়াইল সদর উপজেলায় মোট কাষ্টিং ভোট শতকরা ৩৭.৪৯, সেদিকে চন্ডিবরপুর ইউনিয়নের সীবানন্দপুর কেন্দ্রের ভোটের শতকরা হার ৮১, যা উপজেলার সকল কেন্দ্রের ভোটের সাথে এ ভোটের হার অসামঞ্জস্যপূর্ন।

তিনি আরো অভিযোগ করেন, ফলাফল ঘোষণার সময়, ৯৫টি কেন্দ্রে ফল ঘোষনা করার, দীর্ঘ সময় পর রাত ১২ থেকে সাড়ে ১২টার দিকে বাকী সীবানন্দপুর চারিখাদাসহ পাঁচটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের আগেও আমি রির্টানিং অফিসার বরাবর অভিযোগ করেছি, কিন্ত সে সব অভিযোগ কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া খারিজ করে দেয়া হয়।

আমি আজ বধুবার উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর নড়াইল সদরের রিটার্নিং অফিসার বরাবর বিতর্কিত ভোট কেন্দ্র সমূহে পুনরায় ভোটগ্রহন, ব্যালটের মুড়ি অংশ এবং ব্যালটের যাছাই-বাছাইসহ সামগ্রিক নির্বাচন পুনরায় করার বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...