নড়াইলে বিজয়ী প্রার্থীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নড়াইল: ২১ মে ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে অনুষ্ঠিত নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচনকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার নড়াইল শহরের মহিষখোলা এলাকায় অবস্থিত সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আজিজুর রহমান ভ’ইয়া তার বাড়ীর সামনে এ সংবাদ সম্মেলন করেন।

নড়াইলে সদর উপজেলার নির্বাচন পুনরায় করার দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আজিজুর রহমান ভ’ইয়া লিখিত বক্তব্যে জানান, ২১ মে ৬ষ্ট উপজেলা পরিষদ সাধারন নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে অনুষ্ঠিত নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরের দিন বিকালে আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য নির্বাচন সম্পর্কে এবং আমার বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য ও তথ্যপ্রদান মিডিয়ার সামনে তুলে ধরেছেন তা সম্পুর্ন অসত্য বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত।

নির্বাচনের দিন আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান সন্ত্রাসীদের দিয়ে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে আমার কর্মি -সমর্থকদের হত্যা ও গ্রামছাড়া করার হুমকি দিয়েছেন যার ভিডিও ফুটেজ কর্তৃপক্ষের কাছে দেয়া আছে। এর আগে তিনি জাতীয় সংসদের হুইফ নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজাকে জড়িয়ে রির্টানিং কর্মকর্তার কাছে তথ্য প্রমাণহীন,মনগড়া, অসত্য, ভিত্তিহীন অভিযোগ করেন।

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

তার পক্ষে নড়াইল-১ এর সংসদ সদস্য বি এ কবিরুল হক মুক্তি প্রভাব খাটিয়ে তার খুলনার বাস ভবনে আমার কর্মি সমর্থকদের ডেকে নিয়ে নানা ধরনের উপঢৌকন প্রদান ও ভয়ভীতি দেখিয়েছেন , যার প্রমাণ আমাদের কাছে আছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এর এ ধরনের তথ্য প্রমাণহীন,মনগড়া, কাল্পনিক ,অসত্য, ভিত্তিহীন অভিযোগ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, পলাশ, কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ বিশ্বাস, ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান সজীব, জিয়াউর রহমান জিয়াসহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...