দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার, লিফলেট বিতরণ, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়নার সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস