দাম কমছে মোটরসাইকেলের

ঢাকা অফিস: দুই চাকার জনপ্রিয় বাহন মোটরসাইকেল। সব বয়সের ও সব শ্রেণির মানুষের কাছেই বাহনটির চাহিদা ব্যাপক। আর সেজন্যই সড়কে দিনকে দিন বাড়ছে মোটরসাইকেলের সংখ্যা। এ চাহিদাকে মাথায় রেখে দেশে মোটরসাইকেল ইঞ্জিন সংযোজন করছে উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের জন্য ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের আমদানি করা যন্ত্রাংশের ওপর অতিরিক্ত ৩ শতাংশ শুল্ক অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে বাজেটে।

মোটরসাইকেলের ইঞ্জিন ইন সিকেডিয়ের পার্টসসমূহকে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হচ্ছে। উল্লিখিত পণ্যসমূহের আমদানির বিপরীতে আরোপনীয় ৩ শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক এবং সমুদয় রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করা হচ্ছে। শুল্ক কমানোর ফলে জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেলের দাম ২ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

বাজেটে দাম বাড়লো ও কমলো যেসব পণ্যের

গত বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে তিনি এবারই প্রথম বাজেট পেশ করেন। এটি দেশের ৫৩তম বাজেট।

অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে মোটরসাইকেল উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান ইঞ্জিন সংযোজন করছে। এ সব মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদানের উদ্দেশে মোটরসাইকেলের পার্টসসমূহ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। পণ্যসমূহের আমদানির বিপরীতে তিন শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক এবং রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি।

জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিলো সাত লাখ ৬১ হাজার কোটি টাকা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...