ইংল্যান্ডের দম্ভ চূর্ণ করলো আফগানিস্তান। যাদের বিপক্ষে বিশ্বকাপে দুই বারের সাক্ষাতে একটিও জয় ছিলো না। তবে এসব পরিসংখ্যান এখন কেবলই ইতিহাস। কারণ রবিবার (১৫ অক্টোবর) ভারতের দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের হারিয়েছে রশিদ-নবি-মুজিবরা। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে ৬৯ রানে হারলো বাটলারবাহিনী।
শুরুতে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান।
টাইগারদের বোলিং তোপে ১৫৬ রানে আটকে গেলো আফগানিস্তান
টার্গেট তাড়া করতে নেমে মুজিব উর রহমান-মোহম্মদ নবিদের স্পিন আর ফজলহক ফারুকি-নাভিন উল হকের গতিতে বিধ্বস্ত হয়ে ৪০.৩ ওভারে ২১৫ রানেই অলআউট হয় ইংল্যান্ড দলের হয়ে ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন হ্যারি ব্রুকস। এছাড়া ৩২ রান করেন ওপেনার ডেভিড মালান।
আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন স্পিনার মুজিব উর রহমান। দুই উইকেট নেন মোহাম্মদ নবি। একটি করে উইকেট নেন পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি।
স্বাআলো/এস