সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের বেশ কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের একজন কর্মকর্তা বলেছেন, প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী ১ ডিসেম্বর নেয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর মৌখিক পরীক্ষাও শুরু করে দেয়া হবে। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলাকালীন দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দ্বিতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া জানুয়ারিতে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন পরবর্তী কোনো সমস্যা না হলে ফেব্রুয়ারিতে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শেষ করা হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, আমাদের পরিকল্পনা হলো জানুয়ারি মাসে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আয়োজন করার। এছাড়া ফেব্রুয়ারি মাসে তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজন করা হতে পারে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে।
স্বাআলো/এস