জাতীয়

শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

| October 7, 2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের একাংশের উদ্বোধন হচ্ছে আজ শনিবার (৭ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় সাজানো হয়েছে সুসজ্জিত মঞ্চ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর। এছাড়া বক্তব্য দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার মাসাহিরো কমুরা।

অনুষ্ঠানস্থলে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো থার্ড টার্মিনালকে সাজানো হয়েছে বাহারি সাজে। টার্মিনালের তৃতীয় তলায় একটি গেটে লালগালিচা বিছিয়ে সরকারপ্রধানকে অভ্যর্থনা জানানো হয়।

পুরো বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনিতে ঢেকে দেওয়া হয়েছে। প্রতি মোড়ে মোড়ে নিরাপত্তা সদস্যরা অনুষ্ঠানস্থলে আগতদের কঠোর তল্লাশির মাধ্যমে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন।

অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এসেছেন।

উদ্বোধনের পর এই টার্মিনাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট পরীক্ষামূলক চালানো হবে। তা সরাসরি প্রধানমন্ত্রী উপস্থিত থেকে দেখবেন।

থার্ড টার্মিনালের কাজ ইতোমধ্যে ৯০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ সফট ওপেনিংয়ের পর আবার শুরু হবে। তবে আজ সফট ওপেনিং হলেও আগামী বছর থেকে অপারেশনে যাবে কর্তৃপক্ষ।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply