১৩ নভেম্বর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী, নৌকা-পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ

আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে খুলনা সার্কিট হাউস মাঠে নৌকা ও রেললাইনসহ পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ।

৬৫ জন শ্রমিক রাত-দিন কাজ করছেন মঞ্চ তৈরিতে।

সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরির কাজে নিয়োজিত সিটি ডেকোরেটর মালিক জাহিদুল ইসলাম বাবু বলেন, খুলনা সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরি করতে ৬৫ জন শ্রমিক কাজ করছেন। জনসভা মঞ্চসহ প্যান্ডেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

খুলনা মহানগর আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মফিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার খুলনা আসাকে কেন্দ্র করে নগরীতে সাজ সাজ রব বিরাজ করছে। সার্কিট হাউসের পশ্চিম দিকের আবাহানী ক্লাব প্রান্তে মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের উপরের দিকটা রেললাইনসহ পদ্মা সেতুর আদলে তৈরি করা হচ্ছে। আর নিচের দিকে নৌকার আদলে তৈরি করা হচ্ছে। মঞ্চে মোট ৪০০ জন বসতে পারবেন। মূল মঞ্চ লম্বায় ৯০ ফুট ও চওড়ায় ৪০ ফুট। এ ছাড়া মূল মঞ্চের সামনে নৌকার আদলে ১২৫ ফুট লম্বা। মঞ্চের উচ্চতা সাড়ে ১৩ ফুট। সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকবে কলরেডী ঢাকা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা আসাকে কেন্দ্র করে নগরীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের প্রবেশ পথসহ প্রধান প্রধান সড়কে তৈরি করা হচ্ছে অসংখ্য তোরণ। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী ঐতিহাসিক খুলনা সার্কিট হাউস ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ওইদিনের জনসভা হবে স্বাধীনতা পরবর্তী স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...