জেলা প্রতিনিধি,পটুয়াখালী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান এমপি বলেছেন দেশের উন্নয়নে বিশেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মিডিয়া ও মিডিয়ার সাথে জড়িত সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ন।
তিনি শনিবার পটুয়াখালী প্রেসক্লাবে একটি টিভি মিডিয়ার ১৩ তম বর্ষ পেরিয়ে ১৪ তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের কল্যানে কাজ করছেন। আগামীদিনেও মিডিয়া সেক্টর দেশ ও জনগণের স্বার্থে, জনগনের কল্যানে এবং উন্নয়নে দায়িত্বপুর্ন ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সময় টিভর স্টাফ রিপোর্টার শিকদার জাবের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে স্মার্ট বাংলদেশ বিনির্মানে বিশ্বমানের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষতায় বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেলে পরিনত করে বিশ্ব নেতাদের প্রশংসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছেন।
স্বাআলো/এস