হার্ট অ্যাটাকে মারা গেলেন প্রখ্যাত চিকিৎসক রিদওয়ানুর রহমান

মারা গেছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, গবেষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ।

বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

জানা গেছে, বুধবার ভোরে বড় ধরণের হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। পরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ তার সহকর্মী, শুভাকাঙ্খী ও শিক্ষার্থীরা।

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও দায়িত্ব পালন করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন অধ্যাপক রিদওয়ানুর রহমান। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...