মারা গেছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, গবেষক অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ।
বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
জানা গেছে, বুধবার ভোরে বড় ধরণের হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। পরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ তার সহকর্মী, শুভাকাঙ্খী ও শিক্ষার্থীরা।
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও দায়িত্ব পালন করেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কমিউনিটি মেডিসিনে পড়াশোনা করেছেন অধ্যাপক রিদওয়ানুর রহমান। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একেবিসি ঘোষ ইনস্টিটিউট থেকে এসএসসি ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।
স্বাআলো/এসএ