নিজস্ব প্রতিবেদক: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ৩৩তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।
বৃহস্পতিবার (৩০ মে) তিনি একঝাঁক শিক্ষক-কর্মচারীদের সাথে নিয়ে যোগদান করেন।
প্রফেসর মর্জিনা আক্তারের যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষাবোর্ডে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিলনমেলনা হয়।
যশোর শিক্ষাবোর্ডের ইতিহাসে এই প্রথম একজন নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। তাকে শুভেচ্ছা, ভালোবাসা ও স্বাগত জানাতে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর সরকারি সিটি কলেজসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীরা ছুটে আসেন।
এ অনুষ্ঠানে চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যানের স্বামী বেলায়েত হোসেন, শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, উপ-পরিচালক (হিঃ ও নিঃ) ড. রফিকুল ইসলাম, ক্রীড়া অফিসার আশফাকুদ্দৌলা, উপ-সচিব জাহানারা খাতুন ঝর্ণা, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক, সিবিএ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসান ও শিক্ষাবোর্ড শ্রমিকনেতা হুমায়ুন কবির উজ্জ্বল।
এ সময় শিক্ষাবোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রফেসর মর্জিনা আক্তারকে প্রথমে শিক্ষাবোর্ড কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। তারপর যশোর সরকারি মহিলা কলেজ, সিটি কলেজ, ডা. আব্দুর রাজ্জাক কলেজ, নতুনহাট পাবলিক কলেজ, খাজুরা মহিলা কলেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা, প্রধান শিক্ষক পরিষদসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
স্বাআলো/এস