জ্যেষ্ঠ সহকারী সচিব এবং সমপর্যায়ের পদে কর্মরত ২৪০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
শনিবার (১১ নভেম্বর) তাদের পদোন্নতি দিয়ে দুইটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়া ২৩১ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। উপসচিব পদে তাদের যোগদানপত্র ইমেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
আর বিভিন্ন দূতাবাসে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত নয়জন কর্মকর্তাকে উপসচিব পদে যোগ দিয়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
স্বাআলো/এসএ