চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ডিঙ্গেদহ জালশুকা গ্রামের মেসার্স মাম ফুডেক্সের স্বত্বাধিকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক সজল এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গায় মাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
তিনি জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি, স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান/হ্যান্ডওয়াশ না থাকা, অনুমোদনবিহীনভাবে বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং করা, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সাথে সংরক্ষণ করে বিক্রয় করা এবং যথাযথভাবে মোড়কীকরণ বিধি ইত্যাদি না মানাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক/ম্যানেজার রাশেদ আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৪ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর জিনিসগুলো নষ্ট করে দেয়া হয়।
এসময় অন্যান্য সব ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে সতর্ক করা হয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
স্বাআলো/এস