ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধসহ গণহত্যা বন্ধ করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে জেলা জাকের পার্টির উদ্যোগে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বড় চৌরাস্তা এলাকায় জেলা জাকের পার্টিরসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ,সহ-সভাপতি মিজানুর রহমান বাবুল, সহ-সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুবফ্রন্ট সভাপতি মাইনুল ইসলাম, ছাত্রফ্রন্ট সভাপতি রাহাত ও মৎস্যজীবীফ্রন্ট সাইফুর রহমান বাবু প্রমুখ।
পরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বড় চৌরাস্তা এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা জাকের পার্টি, যুবফ্রন্ট, ছাত্রফ্রন্ট, মৎস্যজীবি ফ্রন্টসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস