জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে দূর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও সততা ষ্টোরের অনুকুলে বরাদ্ধকৃত অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) জেলা প্রশাসন,নড়াইলের আয়োজনে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,যশোর এর সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
নড়াইলে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট
নড়াইল সদর উপজেলার দুইজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ এবং ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর স্থাপনের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে দেয়া হয়। জেলায় মোট ৭৫টি প্রতিষ্ঠানকে সততা ষ্টোর স্থাপনের জন্য এ অর্থ প্রদান করা হয়েছে।
নড়াইলে ওয়ান শুটারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আরাফাত হোসেন এর সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন কমিশন,সমন্বিত আঞ্চলিক কার্যালয়,যশোরের সহকারি পরিচালক মোশারফ হোসেন , জালাল উদ্দিন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান মল্লিক ,সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সরকারি কর্মকর্তা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন, সাংবাদিক,অনুদানপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস