আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলায় মধ্যবয়সী একজন নারীকে প্রকাশ্য জনসম্মুখে বেধড়ক মারপিটের ঘটনায় আবুল আইচ (৫৫) নামের এক পাষণ্ডকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আবুল আইচ উপজেলার কুমারিয়াজোলা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় মহিশচরণী আফতাব আলী খানের বাড়ির জামে মসজিদের ইমাম ও মহিষচরণী জেন্নাতিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
এলাকার তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী ওই নারীকে গত বুধবার বিকেলে ইমাম আবুল আইচ লোকজনের সামনেই ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারপিটে তাকে আহত করে। এ অবস্থায় ওই নারীকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্পর্শকাতর এ ঘটনাটি স্থানীয় এক যুবক গোপনে তার মোবাইলে ভিডিও করে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয় যা ভাইরাল হয়।
বিষয়টি থানা পুলিশের নজরে এলে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে আবুল আইচকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মধ্য বয়সী এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় আবুল আইচকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
স্বাআলো/এসআর