‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) কেককাটা, র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
প্রথমে আইডিইবির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। কেককাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবির নড়াইল জেলা শাখা কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
আইডিইবির জেলা শাখার সভাপতি জাহাঙ্গির সিকদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নডাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক বি এম রমিচ উর রহমান, আইডিইবির জেলা কমিটির কর্মকর্তাগণসহ আইডিইবির সদস্যভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ জনমিতি বিভাজনের সুবর্ণ সময় অতিক্রম করছে, এই কর্মক্ষম জনগোষ্ঠীর উদ্ভাবনী ধারণা বিকাশ ও সেটির প্রয়োগে উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই।
স্বাআলো/এসএ