ফরিদপুরের চরভদ্রাসনে গত দুই দিনের টানা ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে মানুষের দৈনন্দিন কার্যক্রম।
গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে শুরু হওয়া ভারী বর্ষণ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকে। কখনো ভারী আবার কখনো মাঝারি এই বৃষ্টির কারণে উপজেলার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না এবং সড়কে যানবাহন চলাচলও ছিল খুবই কম।
উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আল-আমিন সরদার জানান, রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত প্রায় বিরামহীনভাবে চলছে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, সামান্য বৃষ্টি হলেই তাদের এলাকার সড়কগুলো পানিতে ডুবে যায়। এর ওপর নিষ্কাশশনের জন্য থাকা ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতা এখানকার একটি নিত্যনৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে।
টানা বর্ষণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুরেরা। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় তাদের ঘরে বসেই অলস সময় কাটাতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন আয়ের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
স্বাআলো/এস