৪১তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্যে থেকে চার হাজার ৫৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডের শূন্য পদে নিয়োগ দেয়া হবে।
৪১তম বিসিএসের নন-ক্যাডারে পদ পেতে যারা আবেদন করেছেন, তাদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি।
পছন্দক্রমের জন্য আবেদন করা শুরু হবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর। প্রার্থীদের নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে ক্লিক করুন
স্বাআলো/এস