৫৫ ভারতীয়কে পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তে উত্তেজনা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৫ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সীমান্তবর্তী লোকজনের প্রতিরোধের মুখে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
মঙ্গলবার জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশইনের চেষ্টা করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তারা।
বিজিবি ও সীমান্তবর্তী লোকজন জানায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল সীমান্তে ৯০৭ নং সীমান্ত পিলারের ৪ নং সাব পিলার দিয়ে মঙ্গলবার ভোরে ৮ জন এবং একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সীমান্ত দিয়ে আরও ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।
একই সময়ে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩ জন এবং পাটগ্রাম উপজেলার দুই সীমান্ত দিয়ে ২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি ও সীমান্তবর্তী মানুষের তৎপরতায় অধিকাংশকে আটক করা সম্ভব হলেও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
পুশইন হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তাদের ভারতের আসাম রাজ্য থেকে কয়েকদিন আগে আটক করেছিল ভারতীয় পুলিশ। বর্তমানে আটক হওয়া ৫৫ জন ভারতীয় নাগরিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন এবং তাদের ঘিরে রেখেছে বিজিবি ও বিএসএফ উভয় বাহিনী।
এদিকে, জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের সিন্দুর্না এলাকায় আরও দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রাম পুলিশ। পরে তাদের হাতীবান্ধা থানা পুলিশে সোপর্দ করা হয়।
লালমনিরহাট বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পুশইন করা লোকজন এখন সীমান্তের শূন্যরেখায় রয়েছে। এ নিয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে আলোচনা চলছে এবং দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
স্বাআলো/এস