কোটা আন্দোলন নিয়ে যা বললেন তারকারা

বিনোদন ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন।

গতকাল ফেসবুকে একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? এরপর ঢালিউড কুইন অপু বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেন, সহিংসতা কাম্য নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় আক্রান্ত এক ছাত্রীর ছবি পোস্ট করে পরীমণি লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোচ্চার পরিচালক ও অভিনেতা সুমন আনোয়ার। ফেসবুক পোস্টে তিনি লিখেন, দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয়, সেখানে নাগরিক ধৈঞ্চা। এরপর আরেক পোস্টে সুমন আনোয়ার লেখেন, দুর্দান্ত ঢাকা উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।

কোটা আন্দোলনকারীদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী নিহত

টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো ফেসবুকে পোস্ট করেন। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, আর কোনো রক্ত না ঝরুক। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে ফেসবুকে লিখেন, ছাত্রদের পাশে দাঁড়ান।

‘ওরা ৭ জন’ সিনেমার পরিচালক খিজির হায়াত খান লিখেন, লাঠিয়াল বাহিনী ছাত্রলীগকে আমাদের দেখিয়ে দেয়ার জন্য এ দেশটা এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের। আপনাদের শিল্পকর্ম টাইম লাইন এ থাকলো। একদিন এই দেশটা আবার স্বাধীন হবে জেনে রাইখেন। ঢাকাই সিনেমার চিত্রনায়ক অভিনেতা সিয়াম আহমেদও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো ফেসবুকে পোস্ট করেন। প্রশ্ন ছুড়ে দিয়ে এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? সিয়ামের মতো চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেন, আমার নানা-দাদা মুক্তিযোদ্ধা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরিই করতে হবে। আর কিছু কোটা থাকলে সমস্যাটা কী? এত মারামারি কেন?

কোটা আন্দোলন আজকের মতো স্থগিত, বুধবারও থাকছে না কর্মসূচি

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরব। ফেসবুক পোস্টে তিনি লিখেন, হয়তো দুই একদিনের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে, হয় দাবি আদায় হবে, আর নাহয় ভাগ্য খুব খারাপ হলে, হবে না। কিন্তু এই যে ছয়টি তাজা প্রাণ, এটার দায়ভার কে বা করা নেবে? আর কি কোনো কিছুর বিনিময়ে তাদের ফিরিয়ে আনা যাবে? আমরা মাঝে মাঝে এত নিষ্ঠুর কেন হই?

এবার এ নিয়ে কথা বললেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ পোস্টের শুরুতে তিনি লেখেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...