আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঢাকায় দেড় হাজারের অধিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি, চেকপোস্টে তল্লাশি চালাচ্ছেন র্যাব সদস্যরা।
পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি!
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছেন।
স্বাআলো/এস