আগামী সোম বা মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২০ অক্টোবর) দেয়া বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
আবারো আসছে বৃষ্টি, তারপর বিদায় নেবে বর্ষা
ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে ওই পূর্বাভাসে বলা হয়।
এছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।
স্বাআলো/এস