Uncategorized

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চুয়াডাঙ্গায় বৃষ্টি

| May 27, 2024

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় রেমালের প্রভাবে সারাদেশের ন্যায় রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

সোমবার (২৭ মে) দমকা বাতাসের সাথে সাথে রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ শিক্ষার্থীসহ কর্মজীবীরা। সকাল থেকে বৃস্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। শিক্ষক-শিক্ষিকাসহ অফিসগামীরা পড়েছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোর্ট পরিধান করে বের হয়েছেন। চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা বিশিষ্ট রড ,সিমেন্ট ব্যবসায়ী আশিক মাহবুব জানান , রাতে ঝড়ে আমার বাসা থেকে বের হওয়ার পথে একটি মাঝারি ধরণের মেহগনি গাছ ভেঙ্গে পড়ে আছে, এ করণে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারিনি।

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের বাঁধন ইলেক্ট্রট্রনিক্সের প্রোপাইটার আবু উবায়দা জানান,রেমালের প্রভাবে সামান্য বৃষ্টিতে রাত থেকে বিদ্যুৎ নেই,নেট নেই এইজন্য প্রতিষ্ঠানে যায়নি।

এদিকে হাটখোলা বাজারের কৃষক দোয়াল্লিন জানান,রেমালের প্রভাবে অধিকাংশ সবজিক্ষেত কাত হয়ে গেছে। তিনি জানান,আগাম ঝাল, বেগুন,বানক্ষেত বিশেষ করে করল্লা,চিচিঙ্গা,লাউএর ব্যাপক ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গা সদরের দিননাথপুর গ্রামের কৃষক জানান,রেমালের প্রভাবে কলা ও পেপে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

চুয়াডাঙ্গা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা, যুবক নিহত

চুয়াডাঙ্গা জয়রামপুর গ্রামের বাসিন্দা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অফিস সচিব সাহিন আলী জানায়, চুয়াডাঙ্গা –জীবননগর রোডে রেমালের প্রভাবে ইপিলিপি,মেহগনি,আমগাছের ডাল ভেঙ্গে পড়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান,আজ বেলা তিনটায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ ও মোট বৃষ্টিপাতের পরিমাণ ৭২ দশমিক তিন মিলিমিটার বাতাসের তীব্রতা ছিলো প্রতি ঘন্টায় ৪৪ কি.মি. ।

স্বাআলো/এস

Debu Mallick