ঢাকা অফিস: গতবছরের ন্যায় এবছরও রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। এতে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উত্তর ভাষানটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর নূরের (৩৫) গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলায়। বর্তমানে ভাষানটেক এলাকায় থাকতেন।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কৃষ্ণ মণ্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাক চাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪
প্রণয় কৃষ্ণ বলেন, জানতে পেরেছি ১০৫ নম্বর উত্তর ভাষানটেক এলাকায় একটি বাসার নিচ তলায় বৃষ্টির পানি জমে ছিলো। জলাবদ্ধ পানিতে বিদ্যুতের তার পড়ে ছিলো। সেখান থেকে হেঁটে যাওয়ার সময় আব্দুর নূর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গতবছর ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে কমার্স কলেজ–সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়।
স্বাআলো/এস/বি