আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার পল্লীতে ইয়াছিন শেখ (২০) নামের একজন রাজমিস্ত্রী স্ত্রীর ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে পুলিশ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় ইয়াসিনের মরদেহ উদ্ধার করেছে।
সোমবার (২৯ এপ্রিল) বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে ইয়াসিনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে ফকিরহাট থানা পুলিশ রবিবার বিকেলে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী এলাকা থেকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। ইয়াছিন শেখ চাকুলি গ্রামের শাহাদাত শেখের ছেলে। পরিবারের দাবী সংসারে অভাবের কারনে স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। প্রতিবেশীরা জানায় গত ২৬ এপ্রিল ইয়াছিন শেখের স্ত্রী পারিবারিক কলহের জের ধরে পিত্রালয়ে চলে যায়।
পরেরদিন সন্ধ্যায় চাকুলী এলাকায় অন্য একটি ছেলেকে নিয়ে তার স্ত্রী ওয়াজ মাহফিলে যায়। এটি দেখতে পায় স্বামী ইয়াছিন শেখ। সেই দু:খে ও ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আশরাফুল আলম জানান, রবিবার দিনের কোন এক সময় ইয়াছিন শেখ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের প্রাথমিক সুরতহাল পতিবেদন তৈরী করের ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্বাআলো/এস