নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে যশোরে সমাবেশ ও মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
রবিবার (২০ এপ্রিল) সকাল সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৪০০ শিক্ষার্থী একটি মিছিল বের করেন।
মিছিলটি ইনস্টিটিউট চত্বর থেকে শুরু হয়ে নিউমার্কেট এলাকা ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়। সমাবেশে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিএমসি কলেজ ও মুসলিম এইডের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশ নেন।
সমাবেশে নেতৃত্ব দেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রমেল ও জুনাইদ বিন জামান। এসময় অন্যান্যদের মধ্যে যশোর পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রিফাত হোসেন এবং সাধারণ শিক্ষার্থী সুজন আলী ও আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধানে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। তারা বলেন, কারিগরি শিক্ষার প্রসারে সরকার গুরুত্ব দিলেও মাঠ পর্যায়ে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যা দ্রুত নিরসন করা প্রয়োজন।
স্বাআলো/এস