জেলা প্রতিনিধি, নড়াইল: নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মেরে মোটরসাইকেল ভাঙচুর ও ঘরে আগুন ধরিয়ে দিলো মাদকাসক্ত ছেলে গোলক বিশ্বাস (২৯)।
গোলক বিশ্বাস পৌর এলাকার ভাদুলীডাঙ্গা এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।
বুধবার (২৬ জুন) এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেকার গোলক প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে না পেরে মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিলো। বুধবার সে নেশা করার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায়। তারা টাকা না দেয়ায় গোলক মোটরসাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নড়াইলে নদী থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
গৌরাঙ্গ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি সদর থানা পুলিশকে অবহিত করছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ কাজ করছে।
স্বাআলো/এস