সারাদেশে ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সকল সহিংসতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। এ সময় ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

বুধবার (১২ মার্চ) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন-সমাবেশে অংশ নেন, সামাজিক উন্নয়ন সংগঠন এসএইচবিও, ড্রিম লাইট অব হল্পে সন্টোর, চৌমুহনী ব্লাড ফাউন্ডশেন, কুহক সমাজকল্যাণ সাইবার অর্গানাইজেশন, মানবিক ব্লাড ফাউন্ডশেন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, টিম অব ভলান্টিয়ার প্রথম আলো বন্ধুসভা, আলোর দিগন্ত মানবকল্যান সংগঠন, ফেরারি নেটওয়ার্ক, নোয়াখালী ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি, এবি ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, এসএইচবিওর পরিচালক ফাহিদা সুলতানা, ফেরারি নেটওয়ার্কের সভাপতি আকলিমা খানম, ড্রিম লাইট অব হেল্প সেন্টারের পরিচালক আবুল বাশার সিয়াম, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি টিআই সুজনসহ অনেকে।

বক্তারা বলেন, পুরো দেশের মানুষ আজ ফুঁসে ওঠেছে। কারণ ঘুমে-নির্ঘুমে, ঘরে কিংবা বাহিরে হিজাব-বোরখা পরেও নারীরা নিস্তার পাচ্ছে না। পুরো দেশ যে ধর্ষকে ছেয়ে গেছে। ঘরে-বাহিরে কোথাও আজ নারী নিরাপদ নয়। আপন-পর সবাই যেনো ধর্ষক। নারীরা আজ আতঙ্কগ্রস্ত। দেশজুড়ে নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। যেখানে দুই বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা নারী কেউ নিরাপদ নয়।

বক্তারা সারাদেশে ধর্ষণ এবং নারী-শিশুর প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে তার জন্য দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহবান জানান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...