Uncategorized

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

| April 29, 2025

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার জব্দ তালিকার আরও ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে গত তিন কার্যদিবসে মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

মাগুরায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৪

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল জানান, মঙ্গলবার মামলার জব্দ তালিকায় থাকা ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যাদের মধ্যে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হকও রয়েছেন। সাক্ষ্যগ্রহণকালে মামলায় অভিযুক্ত চার আসামি– আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখ – আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষে অ্যাডভোকেট সোহেল আহম্মদ সাক্ষীদের জেরা করেন।

পিপি আরও জানান, আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) মামলার বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার তৎকালীন ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশু আছিয়ার মায়ের দায়ের করা মামলায় উল্লেখিত চার আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল করেন। চাঞ্চল্যকর এই মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

স্বাআলো/এস

 

Shadhin Alo