নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা রাজু হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কাউরিয়া গ্রামে অভিযুক্তের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত রাজু হোসেন স্থানীয় কাউরিয়া রেলগেট এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে রাজুর বাড়িতেই ভাড়া থাকতেন।
বিয়ে নিয়ে বিরোধের চরম পরিণতি: ঝিকরগাছায় বাবা ও ছেলে একে অপরকে কুপিয়ে হাসপাতালে
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে বাড়িওয়ালা রাজু হোসেন একা পেয়ে জোরপূর্বক ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজে ঝিকরগাছা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত রাজু হোসেনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝিকরগাছায় আ.লীগের ২ ইউপি সদস্য আটক
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানও বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বাআলো/এস