যশোরে মিল শ্রমিককে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
এই ঘটনায় আটক জসিম উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন।
আটক জসিম উদ্দিন রামনগর ধোপাপাড়ার আবুল কালাম শেখের ছেলে।
এই মামলার অপলাতক দুই আসামি হলো, রামনগর পিকনিক কর্ণার এলাকার আব্দুল মালেক এবং শহরের বকচর হুশতলা এলাকার আরোজ আলী।
মামলায় জানা গেছে, বাদী সদর উপজেলার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি তিনি একটি ঢালাই কারখানায় কাজ করেন। তার স্বামী একটি একটি স্ব-মিলে কাজ করেন। কিন্তু বাদী কারখানায় কাজে যাওয়া-আসার সময় আসামি জসিম উদ্দিনের সাথে মাঝে মধ্যে দেখা হয় এবং এরপর থেকে পরিচয়। সে কারণে মাঝে মধ্যে তাকে কুপ্রস্তাব দিতো জসিম উদ্দিন। রাজি না হওয়ায় বাদীর উপর তিনি ক্ষীপ্ত হয়। এক পর্যায় গত ২৩ নভেম্বর রাতে বাড়িতে ঘরে থাকা অবস্থায় তার বোন দরজা বাহির থেকে ছিটকেনি দিয়ে বাইরে যান। এই সুযোগে আসামি জসিম উদ্দিন ঘরের মধ্যে প্রবেশ করে। তাকে জোর করে ধরে ঘরের বাইরে নিয়ে উঠানে আমবাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় বাদী চিৎকার করলে তার বোনসহ কয়েকজন এসে জসিমকে হাতেনাতে ধরে ফেলে। এরপরে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশ জসিমকে হেফাজতে নেয়। এই ঘটনায় থানায় মামলা করেছেন। জসিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। কিন্তু অন্য দুইজন এখনো আটক হয়নি।
স্বাআলো/এস