জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত সাজিদ হাসান দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রভাষক সাজিদ হাসান শিক্ষকতার পাশাপাশি শহরে বাসা ভাড়া নিয়ে প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী ছাত্রী ২০২০ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার কাছে প্রাইভেট পড়তে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বর্তমানে ওই ছাত্রী এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রেমের সম্পর্কের সুযোগে এবং বিয়ের আশ্বাস দিয়ে সাজিদ হাসান বিভিন্ন সময়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি ছাত্রীটি বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শিক্ষক নানা টালবাহানা করে এড়িয়ে যেতে থাকেন।
যশোরে নারী শ্রমিককে ধর্ষণ, ২ যুবক আটক
এদিকে, মামলার খবর জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত প্রভাষক সাজিদ হাসান পলাতক রয়েছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানার জন্য তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, মামলার বিষয়টি আমি অবগত হয়েছি এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। শনিবার (আজ) একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্বাআলো/এস