খুলনা বিভাগ

এসএসসি পুনঃনিরীক্ষণ: যশোর বোর্ডে ভাগ্য ফিরলো ৬৭০ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | August 10, 2025

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে পূর্বে ফেল করা ১৮৭ জন শিক্ষার্থী পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন।

রবিবার (১০ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন পুনঃনিরীক্ষণের এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য মোট ৪৯ হাজার ৭৭৯টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসে।

ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, ফেল থেকে পাস করা ১৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন ‘এ’ গ্রেড, ৩৩ জন ‘এ মাইনাস’, ২৩ জন ‘বি’ গ্রেড, ৩৪ জন ‘সি’ গ্রেড এবং ৭৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে, নতুন করে জিপিএ-৫ পাওয়া ২৭১ জন শিক্ষার্থীর মধ্যে আগে ‘এ’ গ্রেড পাওয়া ২৬৫ জনের ফল জিপিএ-৫ এ উন্নীত হয়েছে। এছাড়া ‘এ মাইনাস’ গ্রেড থেকে ৩ জন, ‘বি’ গ্রেড থেকে ২ জন এবং ‘সি’ গ্রেড থেকে ১ জন শিক্ষার্থী অভাবনীয় সাফল্য দেখিয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফল পরিবর্তনে আরও দেখা গেছে, ১৩৩ জন শিক্ষার্থীর ফল ‘এ মাইনাস’ থেকে ‘এ’ গ্রেডে, ৫৫ জনের ‘বি’ থেকে ‘এ মাইনাস’ গ্রেডে এবং ৩ জনের ‘বি’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছে। এছাড়া, ১৩ জন ‘সি’ থেকে ‘বি’ গ্রেড, ৪ জন ‘সি’ থেকে ‘এ মাইনাস’ এবং ৪ জন ‘ডি’ থেকে ‘সি’ গ্রেড পেয়েছে।

এই ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একইসঙ্গে, প্রাথমিক মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

স্বাআলো/এস

Shadhin Alo