খুলনা বিভাগ

বাগেরহাটে ৬৪ রাউন্ড গুলি উদ্ধার

| March 22, 2024

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতি এলাকায় মাটির নিচে পুঁতে রাখা ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে একটি পান বরজের নালা/ড্রেন খোড়াকালে এ গুলি উদ্ধার হয়।

বাজার অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি, কাদের

মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, উপজেলার নরসিংহপুর গ্রামের শহীদ শেখ উক্ত জমির লিজ নিয়ে পান বরজের জন্য ড্রেন খোড়াকালে শ্রমিকরা প্রথমে এসব গুলি দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইমরানকে জানালে ইউপি সদস্য পুলিশে খবর দেয়। এ খবরে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি দল নিয়ে আমি নিজেই সরেজমিনে উপস্থিত হই এবং গুলি উদ্ধার করি। এ গুলি অনেক আগের, হয়তো অকেজো হয়ে গেছে। তবুও
পরীক্ষা করে দেখা সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্বাআলো/এস

Debu Mallick