জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার তালায় কপোতাক্ষ নদ থেকে লুৎফর রহমান লুথুর (মানসিক রোগী) (৬৫) মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
মঙ্গলবার (১২ মার্চ) উপজেলা খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর রহমান লুথু খেশরা গ্রামের মৃত আয়জদ্দিন ছেলে।
স্থানীয় শেখ কামাল জানান, ছোট বেলা থেকে লুথু মানসিক রোগী ছিলেন। দুইদিন আগে গোলস করতে গিয়ে নদে পড়ে যায়। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। খুঁজে না পেয়ে সোমবার তালা থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার বিকালে খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদে তার মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
স্বাআলো/এস