প্রবাসী বাংলাদেশির পাঠানো অর্থ নির্ধারিত ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে সময় মতো জমা করছে না ব্যাংক। এতে প্রবাসীদের পাঠানো অর্থ পরিবার পেতে দেরি হচ্ছে।
দুই দিনের মধ্যে প্রবাসীদের আয় পরিবার কিংবা স্বজনদের হিসাবে জমা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠানো নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিসিয়ারির নিকট বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না।
বাড়ছে রেমিট্যান্স, ১৩ দিনে এলো সাড়ে ৮ হাজার কোটি টাকা
তাই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে রেমিট্যান্সের অর্থ যথাযথভাবে বেনিফিসিয়ারির নিকট বিতরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
গত দুই বছরে কাজের জন্য দেশের বাইরে গেছেন ২০ লাখ প্রবাসী কর্মী। দেশের বাইরে প্রবাসী বাড়ছে, অথচ রেমিট্যান্স কমছে দিন দিন। এর কারণ খুঁজে সমাধানের দাবি তাদের।
স্বাআলো/এস