আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলার মালগাজী এলাকায় খালে ভাসমান অবস্থায় একটি সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন রক্ষীরা।
সোমবার (১৩ মে) স্থানীয়রা অর্ধগলিত ভাসমান অবস্থায় বাঘটিকে দেখতে পেয়ে পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিসে খবর দেয়।
বাগেরহাটে যুবকের লাশ উদ্ধার, মা-ভাই ও বোন আটক
খবর পেয়ে বনরক্ষীরা খাল থেকে মৃত বাঘটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায় এবং ময়নাতদন্ত করে।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সুন্দরবনের ওই বাঘটি বেশ কিছুদিন আগে মারা গেছে। জোয়ারের পানিতে ভাসতে ভাসতে মোংলার মালগাজী এলাকায় আসলে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা মৃত বাঘটি উদ্ধার করে মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত করা হচ্ছে।
স্বাআলো/এস