আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলার পল্লীতে আহসান বিশ্বাস (৫) নামে একজন শিশুকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার কচুড়িয়া গ্রামের একটি পানের বরজের মধ্যে গর্তের ভিতর থেকে শনিবার বিকেলে মুখ, মাথা এবং হাত পা সার্জিক্যাল টেপ দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার হয়।
এর আগেরদিন শুক্রবার বিকেলে শিশুটি নিখোজ হয়।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার আগে শিশুটি তার নানা মাওলানা ফিরোজ আহমেদের বাড়ী থেকে পাশের বাড়ী খেলতে গিয়ে আর ফিরে আসেনি । অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে তার নানা মোল্লাহাট থানায় একটি জিডি করেন।
পরে শনিবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয় গ্রামে নানা বাড়ী থেকে পাঁচ বছরের শিশু আহসান বিশ্বাস নিখোঁজ হয়। এ ঘটনায় রাতে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর ওই রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরদিন শনিবার একই এলাকার দাউদ শরীফের পানের বরজের সামনে ফাঁকা জায়গায় ছোট গর্তে ঘাস, লতাপাতা দিয়ে ঢেকে রাখা শিশু আহসানের লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে শিশুটিকে বলাৎকার করে মুখে, মাথায় ও হাতে পায়ে সার্জিক্যাল টেপ পেঁচিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।
নিহত শিশু আহসান বিশ্বাস নডাইল জেলার নড়াগাতি উপজেলার জয়নগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। ময়নাতদন্ত শেষে শনিবার নড়াগাতি উপজেলার জয়নগর গ্রামে শিশুর দাফন সম্পন্ন হয়েছে। পুলিশ শিশুটির হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকারীকে সনাক্তের জোর চেষ্টা অব্যাহত রেখেছে।
স্বাআলো/এস